মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৮৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৫। হযরত উম্মে হানী হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এবং হযরত মায়মুনা (রাযিঃ) খামিরকৃত আটার চিহ্ন থাকা একটি গামলায় গোসল করেছেন। -নাসায়ী, ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَن أم هَانِئ قَالَتْ: اغْتَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ وَمَيْمُونَةُ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِين. رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه