মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৮৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৬। হযরত ইয়াহয়া ইবন আব্দুর রহমান হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা হযরত ওমর ইবন খাত্তাব (রাযিঃ) একটি কাফেলার সাথে বের হলেন। হযরত আমর ইবনে আছ (রাযিঃ) ও ঐ কাফেলায় ছিলেন। সামনে অগ্রসর হয়ে তারা একটি কূপের নিকট পৌঁছলেন। আমর ইবনে আছ (কূপের মালিককে লক্ষ্য করে বললেন)। তোমার এই কূপে কি হিংস্র জন্তুরাও পানি পান করে? তখন হযরত ওমর ইবনে খাত্তাব (রাযিঃ) বললেন, হে কূপের মালিক! তুমি আমাদেরকে এই বিষয় কিছু বলো না। এখানে পানির নিকট কখনও আমরা আসি, আবার কখনও জীব-জন্তুরা আসে (তাতে কোন ক্ষতির কারণ নেই)। -মালেক
كتاب الطهارة
عَن يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: إِنَّ عُمَرَ بن الْخطاب خَرَجَ فِي رَكْبٍ فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ حَتَّى وَرَدُوا حَوْضًا فَقَالَ عَمْرُو: يَا صَاحِبَ الْحَوْضِ هَلْ تَرِدُ حَوْضَكَ السِّبَاعُ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا صَاحِبَ الْحَوْضِ لَا تُخْبِرْنَا فَإِنَّا نَرِدُ عَلَى السِّبَاعِ وَتَرِدُ عَلَيْنَا. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৬ | মুসলিম বাংলা