মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৮৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৭। রাযীন উল্লেখ করেছেন যে, জনৈক বর্ণনাকারী হযরত উমার (রাযিঃ)-এর বক্তব্যে এটি অতিরিক্ত যোগ করেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি তিনি বলছিলেন সেগুলো (বন্যপ্রাণীগুলো) যা পেটে করে নিয়ে গিয়েছে তা সেগুলোর আর যা অবশিষ্ট থাকে তা আমাদের জন্য পবিত্রকারী ও পানীয়।
كتاب الطهارة
وَزَاد رزين قَالَ: زَاد بعض الروَاة فِي قَول عمر: وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَهَا مَا أَخَذَتْ فِي بُطُونِهَا وَمَا بَقِي فَهُوَ لنا طهُور وشراب»
tahqiqতাহকীক:তাহকীক চলমান