মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫২৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২৪। হযরত মুগীরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মোজাদ্বয়ের উপর মাসেহ করলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি (পা ধুতে) ভুলে গিয়েছেন। তিনি বললেন, ভুল করেছ বরং তুমিই। এইরূপ করার জন্যই আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, যিনি মহান এবং মহাপরাক্রম। -আহমদ, আবু দাউদ
كتاب الطهارة
وَعَن الْمُغيرَة بن شُعْبَة قَالَ: مَسَحَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْخُفَّيْنِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ نسيت؟ قَالَ: بل أَنْت نسيت بِهَذَا أَمرنِي رَبِّي عَزَّ وَجَلَّ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ