মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫২৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২৫। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, যদি ধর্ম মানুষের বিবেকানুসারে হত তা হলে মোজার উপর দিকের তুলনায় নীচের দিক মাসেহ করাই উত্তম হত। অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মোজাদ্বয়ের উপর দিকই মাসেহ করতে দেখেছি। -আবু দাউদ, দারেমী
كتاب الطهارة
وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ: لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ على ظَاهر خفيه رَوَاهُ أَبُو دَاوُد للدارمي مَعْنَاهُ