মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫২৮
- পাক-পবিত্রতার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - তায়াম্মুম
৫২৮। হযরত আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক ব্যক্তি (একদা হযরত উমর (রাযিঃ)-এর নিকট এসে বলল, আমি অপবিত্র হয়েছি; কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। তখন হযরত আম্মার ইবনে ইয়াসির হযরত উমর (রাযিঃ)-কে (মনে করিয়ে দিয়ে) বললেন, আপনার কি স্মরণ নেই যে, এক সফরে আমি এবং আপনি উভয়ে ছিলাম এবং উভয়েই অপবিত্র হয়েছিলাম; কিন্তু আপনি (পানি না পওয়ায় নামায পড়লেন না, আমি মাটিতে গড়াগড়ি দিয়ে তারপর নামায পড়লাম। এর পর এক সময় এই ঘটনা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বললাম। তিনি বললেন, তোমার জন্যে ঐরূপ করাই যথেষ্ট ছিল। এই কথা বলে তিনি তাঁর হাতের তলা যমিনের উপর স্থাপন করলেন। অতঃপর তাতে ফুঁ দিয়ে ধুলাবালি দূর করলেন। তারপর উভয় হাত দ্বারা তার মুখমণ্ডল এবং হস্তদ্বয় মাসেহ করলেন। -বুখারী
মুসলিম (রহ)-ও এইরূপ বর্ণনা করেছেন; কিন্তু তাতে রয়েছে, “নবী পাক (ﷺ) ইরশাদ করেছেন,, তোমার জন্য যথেষ্ট হবে, তুমি তোমার দুইহাত যমিনে রাখবে। তারপর উহাতে ফুঁক দিবে। অতঃপর উভয় হাত দ্বারা তোমার মুখমণ্ডল এবং উভয় কব্‌জি মাসেহ করবে।”
كتاب الطهارة
بَابُ التَّيَمُّمِ
وَعَن عمار قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أُصِبِ الْمَاءَ فَقَالَ عمار بن يَاسر لعمر بن الْخطاب أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَفَرٍ أَنَا وَأَنْتَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فتمعكت فَصليت فَذكرت للنَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا فَضَرَبَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسلم بكفيه الأَرْض وَنفخ فيهمَا ثمَّ مسح بهما وَجْهَهُ وَكَفَّيْهِ. رَوَاهُ الْبُخَارِيُّ وَلِمُسْلِمٍ نَحْوُهُ وَفِيهِ قَالَ: إِنَّمَا يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ الْأَرْضَ ثمَّ تنفخ ثمَّ تمسح بهما وَجهك وكفيك
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)