মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫২৭
- পাক-পবিত্রতার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - তায়াম্মুম
৫২৭। হযরত ইমরান ইবনে হােছায়েন (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা (একবার) কোন এক সফরে নবী পাক (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি লোকদের নামায পড়ালেন। নামায শেষে দেখলেন একটি লোক পৃথকভাবে বসে রয়েছে। সে লোকদের সাথে নামায পড়ে নি। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, লোকদের সাথে নামায পড়তে তোমার প্রতিবন্ধকতা কি ছিল? সে বলল, আমি অপবিত্র হয়েছি। অথচ পানি নেই। নবী পাক (ﷺ) বললেন, (তা হলে) তোমার মাটি ব্যবহার করা আবশ্যক। কেননা উহাই তোমার জন্য (পাকী অর্জনে) যথেষ্ট। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ التَّيَمُّمِ
وَعَن عمرَان بن حُصَيْن الْخُزَاعِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رأى رجلا مُعْتَزِلا لم يصل فِي الْقَوْم فَقَالَ: «يَا فلَان مَا مَنعك أَن تصلي فِي الْقَوْم فَقَالَ يَا رَسُول الله أَصَابَتْنِي جَنَابَةٌ وَلَا مَاءَ قَالَ عَلَيْكَ بِالصَّعِيدِ فَإِنَّهُ يَكْفِيك»