মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৩৩
- পাক-পবিত্রতার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - তায়াম্মুম
৫৩৩। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার দুই ব্যক্তি সফরে রওয়ানা করল। অতঃপর নামাযের ওয়াক্ত উপস্থিত হল; কিন্তু তাদের সাথে পানি ছিল না। তখন তারা উভয়ে পবিত্র মাটিতে তায়াম্মুম করে নামায পড়ল। অতঃপর তারা নামাযের ওয়াক্তের মধ্যেই পানি পেয়ে গেল। তাদের একজন অজু করে পুনরায় নামায পড়ল এবং অপরজন আর দ্বিতীয়বার নামায পড়ল না। এরপর তারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে এই ঘটনা তাঁর নিকট ব্যক্ত করল। তিনি শুনে যে ব্যক্তি পুনরায় নামায পড়ে নি তাকে বললেন, তুমি সঠিক পন্থা অনুসরণ করেছ। তোমার ঐ নামাযই তোমার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি পুনরায় নামায পড়েছিল তাকে বললেন, তোমার জন্য দ্বিগুণ ছাওয়াব রয়েছে। -আবু দাউদ, দারেমী
ইমাম নাসায়ীও ঐরূপ রেওয়ায়াত করেছেন।
كتاب الطهارة
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: خَرَجَ رَجُلَانِ فِي سَفَرٍ فَحَضَرَتِ الصَّلَاةُ وَلَيْسَ مَعَهُمَا مَاءٌ فَتَيَمَّمَا صَعِيدًا طَيِّبًا فَصَلَّيَا ثُمَّ وَجَدَا الْمَاءَ فِي الْوَقْتِ فَأَعَادَ أَحَدُهُمَا الصَّلَاة وَالْوُضُوء وَلَمْ يَعُدِ الْآخَرُ ثُمَّ أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فذكرا ذَلِك لَهُ فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدْ: «أَصَبْتَ السُّنَّةَ وَأَجْزَأَتْكَ صَلَاتُكَ» وَقَالَ لِلَّذِي تَوَضَّأَ وَأَعَادَ: «لَكَ الْأَجْرُ مَرَّتَيْنِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَرَوَى النَّسَائِيُّ نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান