মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৩৪
- পাক-পবিত্রতার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - তায়াম্মুম
৫৩৪। আবার আবু দাউদ এবং ইমাম নাসায়ী একে হযরত আতা ইবনে ইয়াসার হতেও মুরসালরূপে রেওয়ায়াত করেছেন।
كتاب الطهارة
وَقَدْ رَوَى هُوَ وَأَبُو دَاوُدَ أَيْضًا عَنْ عَطاء بن يسَار مُرْسلا