মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৪৫
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৪৫। হযরত আনাস ইবন মালেক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, ইয়াহুদীদের মধ্যে যখন কোন মহিলার হায়েজাক্রান্ত হতো তখন তারা তার সাথে একত্রে খাওয়া-দাওয়া ও চলাফেরা করত না। তাদেরকে ঘরে রাখত না। একবার নবী পাক (ﷺ)-এর সাহাবীগণ তাঁর নিকট এই ব্যাপারে প্রশ্ন করলেন। তখন আল্লাহর তরফ হতে নাযিল হলঃ “আর তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করছে-শেষ পর্যন্ত। (সূরা বাকারাঃ ২২২) এই কথা ইয়াহুদীরা জানতে পেরে বলল, এই ব্যক্তি আমাদের কোন ব্যাপারে বিরুদ্ধাচরণ না করে ছাড়ে না। এরপর উসাইদ ইবনে হুযাইর এবং আব্বাদ ইবনে বিশর (রাযিঃ) এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! ইয়াহুদীরা এই ধরনের কথা বলে, তবে কি আমরা এ সময়টাতে স্ত্রীদের সঙ্গ ত্যাগ করতে পারি না? এতে রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডল বিরূপ আকার ধারণ করল। আমরা মনে করলাম যে, তিনি তাদের উপর রাগান্বিত হয়েছেন। অতঃপর তারা বের হয়ে গেল। তারপরেই তাদের সম্মুখ দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু পরিমাণ দুধের হাদিয়া উপস্থিত হল। এরপর তিনি তাদের পিছনে লোক পাঠালেন এবং তাদেরকে তা পান করালেন। যাতে তারা বুঝতে পারল যে, তিনি তাদের উপর রাগান্বিত হন নি। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْحَيْضِ
عَن أنس: إِنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى (ويسألونك عَن الْمَحِيض قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ)

الْآيَة. فَبَلَغَ ذَلِكَ الْيَهُودَ. فَقَالُوا: مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلَّا خَالَفَنَا فِيهِ فَجَاءَ أُسَيْدُ بْنُ حَضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ فَقَالَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ تَقُولُ كَذَا وَكَذَا أَفَلَا نُجَامِعُهُنَّ؟ فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى ظَنَنَّا أَنْ قَدْ وَجَدَ عَلَيْهِمَا. فَخَرَجَا فَاسْتَقْبَلَتْهُمَا هَدِيَّةٌ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلَ فِي آثَارِهِمَا فَسَقَاهُمَا فعرفا أَن لم يجد عَلَيْهِمَا. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪৫ | মুসলিম বাংলা