মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৪৬
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৪৬। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি এবং নবী পাক (ﷺ) একই পাত্র হতে গোসল করতাম। অথচ তখন আমরা উভয়েই অপবিত্র এবং তিনি আমাকে নির্দেশ দিতেন। যাতে আমি শক্ত করে ইজার (কাপড়) পরতাম। আর তিনি আমার শরীর স্পর্শ করতেন। (অথবা আমার সাথে এক শয্যায় শায়িত হতেন) অথচ তখন আমি হায়েজাক্রান্ত। এভাবে তিনি তাঁর মস্তক আমার দিকে বাড়িয়ে দিতেন। অথচ তখন তিনি থাকতেন ই'তেকাফে লিপ্ত। আর আমি তাঁর মস্তক ধুয়ে দিতাম। অথচ তখন আমি থাকতাম হায়েজাক্রান্ত। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ الْحَيْضِ
وَعَن عَائِشَة قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَكِلَانَا جُنُبٌ وَكَانَ يَأْمُرُنِي فَأَتَّزِرُ فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِض
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪৬ | মুসলিম বাংলা