মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৪৭
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৪৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি হায়েজাক্রান্ত অবস্থায় পানীয় পান করতাম। তারপর তা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিতাম। তিনি আমার মুখ লাগানো স্থানেই মুখ রেখে পান করতেন। আর কখনও আমি হাড়ের মাংস ভক্ষণ করতাম অথচ আমি তখন হায়েজাক্রান্ত। তারপর আমি তা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিয়ে দিতাম। তিনি আমার মুখলাগা স্থানে মুখ রেখে ভক্ষণ করতেন। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْحَيْضِ
وَعَنْهَا قَالَتْ: كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعٍ فِيَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَيَضَع فَاه على مَوضِع فِي. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪৭ | মুসলিম বাংলা