মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৫৫
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. তৃতীয় অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৫৫। হযরত যায়দ ইবন আসলাম (রহ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, আমার স্ত্রীর হায়েজ অবস্থায় তার সাথে আমার কি কি কাজ করা বৈধ? তিনি বললেন, তার - কাপড় শক্তভাবে বেঁধে তার উপরে যা ইচ্ছা করবে। -মালেক, দারেমী মুরসালরূপে
كتاب الطهارة
عَن زيد بن أسلم قَالَ: أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَا يَحِلُّ لِي مِنَ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَشُدُّ عَلَيْهَا إِزَارَهَا ثُمَّ شَأْنُكَ بِأَعْلَاهَا» . رَوَاهُ مَالِكٌ وَالدَّارِمِيُّ مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৫৫ | মুসলিম বাংলা