মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৫৬
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. তৃতীয় অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৫৬। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি হায়েজগ্রস্ত হয়ে পড়লে শয্যা হতে মাদুরে নেমে আসতাম। এই অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকটবর্তী হতেন না এবং আমরাও তাঁর নিকটবর্তী হতাম না-যখন পর্যন্ত না আমরা (রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীগণ) হায়েজ হতে পবিত্র হতাম। —আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ إِذَا حِضْتُ نَزَلْتُ عَن الْمِثَال على الْحَصِير فَلم نقرب رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ ندن مِنْهُ حَتَّى نطهر. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান