মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৫৮
- পাক-পবিত্রতার অধ্যায়
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৫৮। হযরত ওরওয়াহ ইবন যুবাইর (রাযিঃ) ফাতিমা বিনত আবু হুবাইশ হতে বর্ণনা করেছেন যে, ফাতিমা সকল সময়ে ইস্তেহাজায় আক্রান্ত থাকতেন। অতএব তাকে নবী (ﷺ) বলেছিলেন, (জেনে রাখ) হায়েজের রক্ত হলে তা কাল দেখা যাবে এটা সহজেই চেনা যায়। তদ্রূপ রক্ত হলে নামায পরিত্যাগ করবে। আর রক্ত অন্যরূপ হলে প্রত্যেক ওয়াক্তে অজু করে নামায পড়তে থাকবে। কেননা তা হল বিশেষ এক শিরার রক্ত। -আবু দাউদ, নাসায়ী
كتاب الطهارة
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ: أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كَانَ دم الْحيض فَإِنَّهُ دم أسود يعرف فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي فَإِنِّمَا هُوَ عِرْقٌ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ