মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৫৯
- পাক-পবিত্রতার অধ্যায়
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৫৯। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যমানায় এক মহিলার হায়েজের রক্ত নির্গত হত। তার জন্য হযরত উম্মে সালামা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট মাসআলা জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বললেন, তার দেখতে হবে, এরূপ অবস্থা ঘটার পূর্বে কয়দিন তার হায়েজ হয়েছিল, এই মাসেও সে সেই কয়দিন পরিমাণ নামায ছাড়বে। সেই পরিমাণ দিন শেষ হয়ে গেলে সে গোসল করবে। তারপর কাপড়ের টুকরা দ্বারা পট্টি বাঁধবে। তারপর নামায পড়বে। -মালেক, আবু দাউদ, দারেমী এবং নাসায়ীও এই অর্থানুরূপ।
كتاب الطهارة
وَعَن أم سَلمَة: إِنَّ امْرَأَةً كَانَتْ تُهْرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَتْ لَهَا أم سَلمَة رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: «لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ فَإِذَا خلفت ذَلِك فلتغتسل ثمَّ لتستثفر بِثَوْب ثمَّ لتصل» . رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد والدارمي وروى النَّسَائِيّ مَعْنَاهُ