মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৬০
- পাক-পবিত্রতার অধ্যায়
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৬০। হযরত আদী ইবনে ছাবেত (রাযিঃ) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে ইয়াহয়ে ইবনে মঈন বলেন, আদী(রাযিঃ)-এর দাদার নাম দীনার। তিনি নবী পাক (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, তিনি (নবী পাক সাঃ) ইস্তেহাজাওয়ালী মহিলা সম্পর্কে ইরশাদ করেছেন, সে নামায ছেড়ে দিবে সেই সকল দিনে, যে সকল দিনে সে হায়েজাক্রান্ত থাকত। তারপর গোসল করবে এবং প্রত্যেক নামাযের সময় অজু করবে। আর রোযা রাখবে এবং নামায আদায় করবে। -তিরমিযী, আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ - قَالَ يَحْيَى بْنُ مَعِينٍ: جَدُّ عَدِيٍّ اسْمُهُ دِينَارٌ - عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي الْمُسْتَحَاضَةِ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا الَّتِي كَانَتْ تَحِيضُ فِيهَا ثُمَّ تَغْتَسِلُ وَتَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَتَصُومُ وَتُصَلِّي» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد