মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৯৮
- নামাযের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৫৯৮। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামায (এমন সময়) পড়তেন যে, তখন মহিলা (নামাযী)গণ চাদর জড়িয়ে গৃহে ফিরতেন কিন্তু অন্ধকারবশতঃ তাদেরকে চেনা যেতো না। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَعَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ فَتَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٌ بمروطهن مَا يعرفن من الْغَلَس
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)