মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৩
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৯৩। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক রাত্রে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শয্যায় না পেয়ে তাঁকে খুঁজতে লাগলাম। আমার হাত তাঁর পায়ের তলায় ঠেকল। তিনি তখন মসজিদে (নামাযে লিপ্ত) এবং তাঁর উভয় পায়ের পাতা খাড়া অবস্থায় (অর্থাৎ তিনি তখন সিজদায় ছিলেন।) তিনি বলছিলেন, “হে আল্লাহ্! আমি তোমার সন্তুষ্টির আশ্রয়ে তোমার অসন্তুষ্টি হতে, তোমার ক্ষমার আশ্রয়ে তোমার শাস্তি - হতে এবং তোমারই আশ্রয়ে তোমার আক্রোশ হতে মুক্তি চাচ্ছি। হে আল্লাহ্! তোমার সেরূপ প্রশংসা করার সাধ্য আমার নেই। তুমি মূলত তেমনই যেমন তুমি নিজে তোমার প্রশংসামূলক বিবরণ দিয়েছ -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: فَقَدْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخْطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفسك» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে উভয় পা খাড়া রাখার কথা বলা হয়েছে। তবে পা মিলিয়ে রাখবে বা ফাঁকা রাখবে এমন কিছুই বলা হয়নি। অবশ্য হানাফী মাযহাবে উভয় পা মিলিয়ে রাখা সুন্নাত বলা হয়েছে। (শামী: ১/৪৯৩) লুঙ্গি পরিহিত ব্যক্তির জন্য এ নিয়ম পালন করা বেশী উপযোগী হবে। কারণ বাতাসে লুঙ্গি উড়ে সতর খুলে যেতে পারে।