মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৫৪
- নামাযের অধ্যায়
২৩. প্রথম অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৫৪। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ)-এর নিকট এক অন্ধ ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার এমন কোন লোক নেই যে, আমাকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে যায়। (মোটকথা) লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঘরে বসে নামায আদায়ের অনুমতি চাইল। নবী পাক (ﷺ) তাকে অনুমতি দিলেন; কিন্তু লোকটি উঠে গেলে তিনি ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি নামাযের আযান শুনতে পাও? সে বলল, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, তবে মসজিদে উপস্থিত হবে।
كتاب الصلاة
بَابُ الْجَمَاعَةِ وَفَضْلِهَا
وَعَنْهُ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ أَعْمَى فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرَخِّصَ لَهُ فَيُصَلِّيَ فِي بَيْتِهِ فَرَخَّصَ لَهُ فَلَمَّا وَلَّى دَعَاهُ فَقَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَأَجِبْ» . رَوَاهُ مُسلم