মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮২
- নামাযের অধ্যায়
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৮২। বেলাল ইবনে আব্দুল্লাহ্ ইবনে ওমর তাঁহার পিতা (হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর) হইতে বর্ণনা করেন যে, তাঁহার পিতা আব্দুল্লাহ্ বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ স্ত্রীলোকদিগকে মসজিদে আপন আপন অংশ গ্রহণ করিতে বাধা দিও না যখন তাহারা তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে। তখন বেলাল বলিলেন খোদার কসম, আমি তাহাদিগকে নিশ্চয় বাধা দিব। ইহা শুনিয়া হযরত আব্দুল্লাহ্ বলিলেন, (পামর !) আমি বলিতেছি রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, (তাহাদের বাধা দিও না,) আর তুই বলিতছিস্ আমি নিশ্চয় তাহাদিগকে বাধা দিব ।
كتاب الصلاة
وَعَنْ بِلَالِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمْنَعُوا النِّسَاءَ حُظُوظَهُنَّ مِنَ الْمَسَاجِدِ إِذَا اسْتَأْذَنَّكُمْ» . فَقَالَ بِلَالٌ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ. فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: أَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتقول أَنْت لنمنعهن
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)