মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮৩
- নামাযের অধ্যায়
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৮৩। সালেমের বর্ণনায় আছে, সালেম তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়া বলেন, আমার ভাই বেলালের উত্তর শুনিয়া আমার পিতা হযরত আব্দুল্লাহ্ তাহার প্রতি লক্ষ্য করিয়া তাহাকে এইরূপ ভৎসনা করিলেন যেইরূপ ভৎসনা তিনি তাহাকে করিতে আমি আর কখনও শুনি নাই। এবং বলিলেন, আমি তোকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কথা শুনাইতেছি আর তুই বলিস্ খোদার কসম আমি নিশ্চয় তাহাদিগকে বাধা দিব। —মুসলিম
كتاب الصلاة
وَفِي رِوَايَةِ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ: فَأَقْبَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ فَسَبَّهُ سَبًّا مَا سَمِعْتُ سَبَّهُ مِثْلَهُ قَطُّ وَقَالَ: أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ: وَاللَّهِ لنمنعهن. رَوَاهُ مُسلم