মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮১
- নামাযের অধ্যায়
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮১। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিতির তিন রাকআত পড়িতেন যাহাতে মোফাসসাল সূরাসমূহের নয়টি সূরা পড়িতেন—প্রত্যেক রাকআতে তিনটি করিয়া— যাহার শেষ সূরা ছিল 'কুল হুয়াল্লাহু আহাদ।' –তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِثَلَاثٍ يَقْرَأُ فِيهِنَّ بِتِسْعِ سُوَرٍ مِنَ الْمُفَصَّلِ يَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِثَلَاثِ سُوَرٍ آخِرُهُنَّ: (قل هوا لله أحد)

رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অন্য বর্ণনামতে প্রথম রাকআতে সূরা কদর, তাকাসুর ও যুলযিলাত ; দ্বিতীয় রাকআতে আছর ও কাওছার এবং তৃতীয় রাকআতে সূরা কাফেরূন, লাহাব ও এখলাস। ইহাতে বুঝা গেল যে, বিতির নামায তিন রাকআত ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান