মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪১২
- নামাযের অধ্যায়
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি ইমামের সহিত নামাযের এক রাকআত পাইল, সে পূর্ণ নামায় পাইল।
كتاب الصلاة
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ مَعَ الإِمَام فقد أدْرك الصَّلَاة كلهَا
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, এক রাকআত পাইলেই অর্থাৎ, রুকূ পাইলেই সে নামায পাইয়াছে বলিয়া মনে করিবে। কিন্তু অপর হাদীসে আছে, “যাহা পাইয়াছ তাহা পড়, যাহা ছুটিয়া গিয়াছে তাহা পূর্ণ কর।” এই হাদীস অনুসারে ইমাম আবু হানীফা ও ইমাম আবু ইউসুফ (রঃ) বলেন, ইমামকে সালাম ফিরাইবার পূর্বে পাইলেও জামাআতে শামিল হইয়া যাইবে। ইহাতেও জামাআতের সওয়াব পাওয়া যাইবে।