মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৪৫
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৫। হযরত নো'মান ইবনে বশীর (রাঃ) বলেন, একবার সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহা (রাঃ) রোগে বেহুঁশ হইয়া গেলেন। এ সময় তাহার ভগিনী আমরাহ্ কাঁদিতে লাগিল এবং বলিতে লাগিল, হে আমার পর্বততুল্য ভ্রাত, হে আমার এইরূপ ভ্রাত! এইরূপ ভ্রাত ! (অর্থাৎ,) এক এক করিয়া তাহার গুণাবলী উল্লেখ করিতে লাগিল। পরে যখন আব্দুল্লাহ্ হুঁশে আসিলেন, বলিলেন, যখনই তুমি আমাকে লক্ষ্য করিয়া যাহা বলিতে, তখনই আমাকে তদনুরূপ বলা হইত। (অর্থাৎ, তুমি কি এই গুণে গুণী ?) অপর এক বর্ণনায় রহিয়াছে, যখন তিনি (দশম হিজরীতে মুতার যুদ্ধে) মারা গেলেন, আমরাহ্ কাঁদিলেন না। —বুখারী
كتاب الجنائز
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: أُغْمِيَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ فَجَعَلَتْ أُخْتُهُ عَمْرَةُ تبْكي: واجبلاه واكذا واكذا تُعَدِّدُ عَلَيْهِ فَقَالَ حِينَ أَفَاقَ: مَا قُلْتِ شَيْئًا إِلَّا قِيلَ لِي: أَنْتَ كَذَلِكَ؟ زَادَ فِي رِوَايَةٍ فَلَمَّا مَاتَ لَمْ تَبْكِ عَلَيْهِ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতেও হযরত ওমর ও আবদুল্লাহ্ ইবনে ওমরের মতেরই সমর্থন পাওয়া যায়।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)