মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮১৬
- যাকাতের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমরা (হুযুরের যমানায়) সদকায়ে ফিতর এক সাআ খাদ্য, এক সাআ যব, এক সাআ খেজুর, এক সাআ পনির অথবা এক সাআ আঙ্গুর দিতাম। — মোত্তাঃ
كتاب الزكاة
بَابُ صَدَقَةِ الْفِطْرِ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَو صَاعا من شعير أَو صَاعا من تَمْرٍ أَوْ صَاعًا مَنْ أَقِطٍ أَوْ صَاعًا من زبيب
হাদীসের ব্যাখ্যা:
'খাদ্য' অর্থে এখানে কাহারও মতে গম আর কাহারও মতে জোয়ারকেই বুঝান হইয়াছে। কেননা, জোয়ারই তখনকার দিনে তথাকার সাধারণ খাদ্য ছিল। ‘পনির' নামক যোগে সংরক্ষিত দুগ্ধ বিশেষ।