মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৯৩
- রোযার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন ইফতার করিতেন বলিতেনঃ তৃষ্ণা দূর হইল, শিরা উপশিরা সিক্ত হইল এবং আল্লাহ্ চাহেন তো সওয়াব নির্ধারিত হইল। – আবু দাউদ
كتاب الصوم
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ الله» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান