মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৯৪
- রোযার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৪। তাবেয়ী হযরত মুআয ইবনে যোহরা বলেন, নবী করীম (ﷺ) যখন ইফতার করিতেন বলিতেনঃ আল্লাহ্ আমি তোমারই জন্য রোযা রাখিয়াছি এবং তোমারই দেওয়া রিযিকে রোযা খুলিয়াছি। –আবু দাউদ মুরসাল হিসাবে।
كتاب الصوم
وَعَنْ مُعَاذٍ بْنِ زُهْرَةَ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صَمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ» . رَوَاهُ أَبُو دَاوُد مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান