মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০২০
- রোযার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, একবার রোযার ষোল তারিখে আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে জেহাদ করিতেছিলাম। তখন আমাদের মধ্যে কেহ রোযা রাখিয়াছিল আর কেহ ভাঙ্গিয়াছিল। কিন্তু না দোষ ধরিয়াছে রোযাদার বে-রোযাদারের আর না বে-রোযাদার রোযাদারদের। – মুসলিম
كتاب الصوم
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسِتَّ عَشْرَةَ مَضَتْ مِنْ شَهْرِ رَمَضَانَ فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ. رَوَاهُ مُسلم