মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১১০
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১১০। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, আমরা মসজিদের চবুতরে উপবিষ্ট ছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আসিলেন এবং বলিলেন: তোমাদের মধ্যে কে চায় যে, সে প্রত্যহ সকালে বুহান অথবা আকীক বাজারে যাক, আর দুইটি বড় কুঁজের উটনী লইয়া আসুক বিনা অপরাধ সংঘটনে ও বিনা আত্মীয়তা বন্ধন ছেদনে? আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের প্রত্যেকেই ইহা চায়। হুযুর (ছাঃ) বলিলেন, তবে কেন তোমাদের কেহ মসজিদে যাইয়া আল্লাহর কিতাবের দুইটি আয়াত শিক্ষা দেয় না বা শিক্ষা করে না, অথচ ইহা তাহার জন্য দুইটি উটনী অপেক্ষা উত্তম; তিনটি তিনটি অপেক্ষা উত্তম এবং চারিটি চারিটি অপেক্ষা উত্তম। মোটকথা, উহার যে কোন সংখ্যক আয়াত সমসংখ্যক উটনী অপেক্ষা উত্তম। —মুসলিম
كتاب فضائل القرآن
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْم إِلَى بطحان أَو إِلَى العقيق فَيَأْتِي مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطْعِ رحم» فَقُلْنَا يَا رَسُول الله نُحِبُّ ذَلِكَ قَالَ: «أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ الله عز وَجل خير لَهُ من نَاقَة أَو نَاقَتَيْنِ وَثَلَاثٍ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ وَأَرْبَعٍ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبِل» . رَوَاهُ مُسلم