মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৫৮
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৮। হযরত আনাস (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রত্যেক দিন দুইশতবার সূরা 'কুল হুওয়াল্লাহু আহাদ' পড়িবে, তাহার পঞ্চাশ বছরের গোনাহ্ মুছিয়া দেওয়া হইবে যদি তাহার উপর ঋণের বোঝা না থাকে। —তিরমিযী ও দারেমী। কিন্তু দারেমীর বর্ণনায় (দুইশতবারের স্থলে) পঞ্চাশবারের কথা রহিয়াছে এবং তিনি ঋণের কথা উল্লেখ করেন নাই। (কোন কোন ব্যাখ্যা কারের মতে দুইশতবারের বর্ণনাই ঠিক।)
كتاب فضائل القرآن
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ كُلَّ يَوْمٍ مِائَتَيْ مَرَّةٍ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ)

مُحِيَ عَنْهُ ذُنُوبُ خَمْسِينَ سَنَةً إِلَّا أَنْ يَكُونَ عَلَيْهِ دَيْنٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَفِي رِوَايَتِهِ «خَمْسِينَ مَرَّةٍ» وَلَمْ يَذْكُرْ «إِلَّا أَنْ يَكُونَ عَلَيْهِ دين»
tahqiqতাহকীক:তাহকীক চলমান