মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৫৯
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন যে ঘুমাইবার ইচ্ছায় শয্যা গ্রহণ করিবে এবং ডান পার্শ্বের উপর শয়ন করিবে, অতঃপর একশতবার সূরা 'কুল হুওয়াল্লাহু আহাদ' পড়িবে— যখন কেয়ামতের দিন আসিবে, পরওয়ারদেগারে আলম তাহাকে বলিবেন, হে আমার বান্দা! তোমার ডান দিকের বেহেশতে প্রবেশ কর। -তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা হাসান তবে গরীব।
كتاب فضائل القرآن
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِنْ أَرَادَ أَنْ يَنَامَ عَلَى فِرَاشِهِ فَنَامَ عَلَى يَمِينِهِ ثُمَّ قَرَأَ مِائَةَ مَرَّةٍ (قل هُوَ الله أحد)

إِذا كَانَ يَوْم الْقِيَامَةِ يَقُولُ لَهُ الرَّبُّ: يَا عَبْدِي ادْخُلْ عَلَى يَمِينِكَ الْجَنَّةَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান