মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৮৩
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্, আমাকে কিছু শিখাইয়া দিন। তিনি বলিলেনঃ 'আলিফ-লাম-রা'-ওয়ালা সূরাসমূহের মধ্য হইতে তিনটি সূরা পড়িও! সে বলিল, হুযূর, আমি বৃদ্ধ হইয়া গিয়াছি এবং আমার অন্তর কঠিন ও জিহ্বা শক্ত হইয়া গিয়াছে। তখন তিনি বলিলেন, তবে তুমি 'হা-মীম'-ওয়ালা সূরাসমূহ হইতে তিনটি পড়িও! সে পূর্বের ন্যায় উত্তর দিল। অতঃপর বলিল, ইয়া রাসূলাল্লাহ্, আমাকে ব্যাপক অর্থযুক্ত একটি সূরা শিখাইয়া দিন! তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে সূরা ইযা যুল যিলাত্' শেষ পর্যন্ত পড়াইয়া দিলেন। এবার সে বলিল, তাঁহার কসম, যিনি আপনাকে সত্য সহকারে পাঠাইয়াছেন— আমি ইহার উপর কখনও কিছু বাড়াইব না। অতঃপর সে প্রস্থান করিল, আর রাসূলুল্লাহ্ (ﷺ) দুইবার বলিলেন, লোকটি কৃতকার্য হইল, লোকটি কৃতকার্য হইল। —আহমদ ও আবু দাউদ
كتاب فضائل القرآن
وَعَن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ (ألر)
فَقَالَ: كَبُرَتْ سِنِّي وَاشْتَدَّ قَلْبِي وَغَلُظَ لِسَانِي قَالَ: فَاقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ (حم)
فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ. قَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ أَقْرِئْنِي سُورَةً جَامِعَةً فَأَقْرَأَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (إِذَا زُلْزِلَتْ الأَرْض)
حَتَّى فَرَغَ مِنْهَا فَقَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَزِيد عَلَيْهَا أبدا ثمَّ أدبر الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَفْلَحَ الرُّوَيْجِلُ مَرَّتَيْنِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
فَقَالَ: كَبُرَتْ سِنِّي وَاشْتَدَّ قَلْبِي وَغَلُظَ لِسَانِي قَالَ: فَاقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ (حم)
فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ. قَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ أَقْرِئْنِي سُورَةً جَامِعَةً فَأَقْرَأَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (إِذَا زُلْزِلَتْ الأَرْض)
حَتَّى فَرَغَ مِنْهَا فَقَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَزِيد عَلَيْهَا أبدا ثمَّ أدبر الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَفْلَحَ الرُّوَيْجِلُ مَرَّتَيْنِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
পাঁচটি সূরার শুরুতে 'আলিফ-লাম-রা' রহিয়াছে। সূরা ইউনুস, হুদ, ইউসুফ, ইব্রাহীম ও হিজর। ইহাদিগকে 'যাওয়াতুর রা' বা রা-ওয়ালা সূরা বলে, আর সাতটি সূরার প্রথমে 'হা-মীম' রহিয়াছে। সূরা গাফের, ফুসসিলাত, শূরা, যুখরুফ, দুখান, জাসিয়া ও আহকাফ। ইহাদিগকে ‘যাওয়াতু হা-মীম' বা 'হা-মীম'-ওয়ালা সূরা বলে।