মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২২৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
প্রথম অনুচ্ছেদ
২২২৯। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা বদ দো'আ করিও না তোমাদের নিজেদের জন্য, বদ দো'আ করিও না। নিজেদের আওলাদের জন্য এবং বদ দো'আ করিও না নিজেদের মালের জন্য, যাহাতে তোমরা এমন এক সময়ে না পৌঁছ, যে সময় দো'আ করা হইলে তাহা তোমাদের জন্য কবূল করা হয়। —মুসলিম। আর হযরত ইবনে আব্বাসের হাদীস اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ যাকাত পর্বে উল্লেখ করা হইয়াছে।
كتاب الدعوات
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تدْعُوا على أَوْلَادكُم لَا تُوَافِقُوا مِنَ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءً فَيَسْتَجِيبَ لَكُمْ» . رَوَاهُ مُسْلِمٌ

وَذَكَرَ حَدِيثَ ابْنِ عَبَّاسٍ: «اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ» . فِي كِتَابِ الزَّكَاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান