মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩০২
- যাবতীয় দোয়া-যিক্র
১. প্রথম অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩০২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি দৈনিক একশত বার বলিবে, "আল্লাহ্ ব্যতীত কোন মা'বুদ নাই, তিনি একক, তাহার কোন শরীক নাই, তাহারই রাজত্ব, তাহারই প্রশংসা এবং তিনি হইতেছেন সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান" - তাহার দশটি গোলাম আযাদ করার পরিমাণ সওয়াব হইবে, তাহার জন্য একশত নেকী লেখা হইবে, তাহার একশতটি গোনাহ মাফ করা হইবে এবং উহা তাহার পক্ষে তাহার ঐ দিনের জন্য শয়তান হইতে রক্ষাকবচ হইবে, যাবৎ না সন্ধ্যা হয় এবং সে যাহা করিয়াছে তাহা অপেক্ষা উত্তম কেহ কিছু করিতে পারিবে না, ঐ ব্যক্তি ব্যতীত যে ইহা অপেক্ষা অধিক বলিবে। মোত্তাঃ
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: من قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ