মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩০৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. প্রথম অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩০৩। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। লোকেরা তখন উচ্চঃস্বরে তকবীর বলিতে ছিল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ ও মিঞারা! তোমরা নিজেদের প্রতি রহম কর, তোমরা বধিরকে ডাকিতেছ না, আর না অনুপস্থিতকে, তোমরা ডাকিতেছ শ্রোতা ও দর্শক—সামী' ও বাছীরকে, তিনি তোমাদের সাথে আছেন, আর যাঁহাকে তোমরা ডাকিতেছ, তিনি তোমাদের বাহনের ঘাড় অপেক্ষাও তোমাদের অধিক নিকটে আছেন। আবু মুসা বলেন, আমি তখন হুযুরের পিছনে চুপে চুপে বলিতেছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্—অর্থাৎ, আমার কোন উপায় নাই, শক্তি নাই আল্লাহ্র সাহায্য ব্যতীত। তখন হুযূর বলিলেন, ও আব্দুল্লাহ্ ইবনে কায়স ! আমি কি তোমাকে বেহেশতের ভাণ্ডারসমূহের একটি ভাণ্ডারের সন্ধান দিব না? আমি বলিলাম, নিশ্চয়ই ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন, তাহা হইল—লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্। (আব্দুল্লাহ ইবনে কায়স আবু মুসার নাম।) — মোত্তাঃ
كتاب الدعوات
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَجَعَلَ النَّاسُ يَجْهَرُونَ بِالتَّكْبِيرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا بَصِيرًا وَهُوَ مَعَكُمْ وَالَّذِي تَدْعُونَهُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ عُنُقِ رَاحِلَتِهِ» قَالَ أَبُو مُوسَى: وَأَنَا خَلْفَهُ أَقُولُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فِي نَفْسِي فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান