মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১৬
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫১৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনাবাসীদের জন্য 'মীকাত' নির্ধারণ করিয়াছেন 'যুলহুলায়ফা'কে, শামবাসীদের জন্য 'জুহুফা' (রাবেগ)-কে, নজদবাসীদের জন্য 'কারনুল মানাযিল'কে এবং ইয়ামনবাসীদের জন্য 'ইয়ালামলাম'কে। এ সকল স্থান-এ সকল স্থানের লোকদের জন্য এবং এ সকল স্থান ব্যতীত অপর স্থানের লোক এই পথ দিয়া যাহারা আসিবে তাহাদের জন্য- যাহারা হজ্জ্ব বা উমরার ইচ্ছা রাখে। যাহারা এ সকল স্থানের (সীমার) ভিতরে হইবে, তাহাদের এতুরামের স্থান তাহাদের ঘর—এইরূপে এইরূপে (যাহারা যত নিকটে হইবে)—এমন কি, মক্কাবাসীরা এহরাম বাঁধিবে মক্কা হইতে। — মোত্তাঃ
كتاب المناسك
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: وَقَّتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَهْلِ الْمَدِينَةِ: ذَا الْحُلَيْفَةِ وَلِأَهْلِ الشَّامِ: الْجُحْفَةَ وَلِأَهْلِ نَجْدٍ: قَرْنَ الْمَنَازِلِ وَلِأَهْلِ الْيَمَنِ: يَلَمْلَمَ فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ لِمَنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمُهَلُّهُ مِنْ أَهْلِهِ وَكَذَاكَ وَكَذَاكَ حَتَّى أهل مَكَّة يهلون مِنْهَا

হাদীসের ব্যাখ্যা:

‘মীকাত' বলে সেই স্থানকে যথায় এহরাম না বাঁধিয়া হজ্জ গমনেচ্ছুরা মক্কার দিকে আর অগ্রসর হইতে পারে না। ইহার সীমাই হুযূর এ হাদীস দ্বারা নির্ধারণ করিয়া দিলেন।
“যাহারা হজ্জ বা উমরার ইচ্ছা রাখে” – ইহাতে বুঝা গেল যে, যাহারা হজ্জ বা উমরার ইচ্ছা রাখে না, তাহাদের জন্য মীকাতে এহরাম বাঁধা আবশ্যক নহে। ইমাম শাফেয়ীর ইহাই মত; কিন্তু ইমাম আবু হানীফা (রঃ) অপর হাদীস অনুসারে বলেন, মীকাতের সীমার ভিতরের ব্যক্তিদের ছাড়া অপর লোকদের পক্ষে যে কোন অবস্থাতেই এরাম ব্যতীত মক্কায় গমন করা জায়েয নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান