মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫১৮
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫১৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিটি, উমরা করিয়াছেন, প্রত্যেকটি যিকা'দা মাসে হজ্জের সাথের উমরা ছাড়া। এক উমরা 'হুদায়বিয়া' হইতে যিকা'দা মাসে, এক উমরা পরবর্তী বৎসর ঠিকাদা মাসে, এক উমরা 'জি'রানা' হইতে—যেখানে তিনি হুনাইন যুদ্ধের গনীমত বণ্টন করিয়াছিলেন যিকা'দা মাসে এবং অপর উমরা (দশম হিজরীতে) তাহার হজ্জের সাথে। — মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ أَنَسٍ قَالَ: اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ عُمَرٍ كُلُّهُنَّ فِي ذِي الْقَعْدَةِ إِلَّا الَّتِي كَانَتْ مَعَ حَجَّتِهِ: عُمْرَةً مِنَ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مِنَ الْجِعْرَانَةِ حَيْثُ قَسَّمَ غَنَائِمَ حُنَيْنٍ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ
হাদীসের ব্যাখ্যা:
দশম হিজরীর শেষ উমরার কার্যক্রম যিলহজ্জ মাসে হইলেও কিন্তু এরাম যিকা'দাতেই হইয়াছিল। কেননা, তিনি ২৪ কি ২৫শে যিকা'দা মদীনা হইতে রওয়ানা হইয়াছিলেন। মদীনা হইতে উমরা চারিটি করিলেও হজ্জ তিনি মাত্র একটিই করিয়াছেন দশম হিজরীতে। মক্কা থাকাকালে যাহা করিয়াছেন তাহা তাঁহার উপর ফরয ছিল না।