মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১৯
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫১৯। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া --সাল্লাম (দশম হিজরীতে) হজ্জ করার পূর্বে যিকা'দা মাসে দুইবার উমরা করিয়াছেন। -বুখারী
كتاب المناسك
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي الْقَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ . رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত বারা হুদায়বিয়ার উমরাকে হিসাবে ধরেন নাই। কেননা, হুযূর উমরার নিয়তে মদীনা হইতে বাহির হইলেও কোরাইশদের বাধা দানের ফলে তিনি মক্কা যাইয়া উমরার কার্যক্রম আদায় করিতে পারেন নাই। এভাবে তিনি হুযূরের হজ্জের সাথের উমরাকেও শুমার করেন নাই। কেননা, উহার এহরাম যিকা'দায় হইলেও উহার কার্যক্রম আদায় হইয়াছে যিলহজ্জ মাসেই। আর হযরত আনাস এই দুইটিকেও ধরিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান