মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৮০
- হজ্জ্বের অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮০। হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, আমরা জি'রানাতে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। এ সময় সহসা তাঁহার নিকট এক বেদুইন আসিয়া পৌঁছিল, যাহার গায়ে ছিল জুব্বা আর শরীরে ছিল স্থুল খোশবু মাখান এবং বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি উমরার এহরাম বাঁধিয়াছি, আর আমার গায়ে এসব রহিয়াছে। তখন তিনি বলিলেন: তোমার শরীরে যে খোশবু রহিয়াছে সে সম্পর্কে কথা এই যে, তুমি উহা তিনবার করিয়া ধুইয়া ফেল, আর জুব্বা সম্পর্কে কথা হইল, উহা খুলিয়া ফেল, অতঃপর তোমার উমরাতে কর যেভাবে হচ্ছে কর। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بالجعرانة إِذْ جَاءَ رَجُلٌ أَعْرَابِيٌّ عَلَيْهِ جُبَّةٌ وَهُوَ مُتَضَمِّخٌ بِالْخَلُوقِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِالْعُمْرَةِ وَهَذِهِ عَلَيَّ. فَقَالَ: «أَمَا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكَ»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, হজ্জে যাহা হইতে বাঁচিয়া থাকিবে, উমরায়ও তাহা হইতে বাচিবে।