মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৮১
- হজ্জ্বের অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮১। হযরত ওসমান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এহরাম অবস্থায় বিবাহ করিবে না, বিবাহ দিবে না এবং বিবাহের প্রস্তাবও করিবে না। —মুসলিম
كتاب المناسك
وَعَنْ عُثْمَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنكِحُ وَلَا يَخْطُبُ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আ'যম আবু হানীফার মতে এসকল নিহী নিহীয়ে তানযিহী অর্থাৎ, ইহা না করা ভাল। কেননা, পরের হাদীসে রহিয়াছে, স্বয়ং হুযূর বিবি মায়মুনাকে এহরাম অবস্থায়ই বিবাহ করিয়াছিলেন। কিন্তু ইমাম শাফেয়ী ইহাকে নিহীয়ে তাহরীমী মনে করেন। অর্থাৎ, ইহা হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান