মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৮৭
- হজ্জ্বের অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৭। সাহাবীয়া হযরত উম্মুল হুসাইন (রাঃ) বলেন, আমি উসামা ও বেলাল (রাঃ)-কে দেখিয়াছি, তাহাদের একজন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর বাগ ধরিয়াছে আর অপরজন কাপড় উপরে উঠাইয়া রৌদ্র হইতে তাহাকে ছায়া দিতেছে, যাবৎ না তিনি জামরাতুল আকাবায় কাঁকর মারিলেন। মুসলিম
كتاب المناسك
وَعَنْ أُمِّ الْحُصَيْنِ قَالَتْ: رَأَيْتُ أُسَامَةَ وَبِلَالًا وَأَحَدُهُمَا آخِذٌ بِخِطَامِ نَاقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ رَافِعٌ ثَوْبَهُ يَسْتُرُهُ من الْحَرِّ حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

আরাফাতে তাঁবু খাটানোর হাদীস ও এই হাদীস হইতে বুঝা গেল যে, মুহরিম ছায়া গ্রহণ করিতে পারে, কিন্তু মাথা বা মুখমণ্ডলের উপর কাপড় ঢালিয়া নহে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৮৭ | মুসলিম বাংলা