মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৭৬৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৬৫। হযরত আবু জোহায়ফা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করিয়াছেন—রক্তমোক্ষণ কার্যের বিনিময় হইতে কুকুর বিক্রয়ের মূল্য হইতে, ব্যভিচার বা যেনার বিনিময় হইতে এবং তিনি লা'নত করিয়াছেন সুদ গ্রহীতার প্রতি ও সুদদাতার প্রতি। তিনি আরও লা'নত করিয়াছেন ঐ ব্যক্তির প্রতি যে দেহের কোন অংশে (নাম বা চিত্র ইত্যাদি) উৎকীর্ণ করে এবং যে উৎকীর্ণ করায়। এতদ্ভিন্ন ছবি অঙ্কনকারীর প্রতিও লা'নত করিয়াছেন। —বোখারী
كتاب البيوع
وَعَن أبي حجيفة أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ وَثَمَنِ الْكَلْبِ وَكَسْبِ الْبَغِيِّ وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَالْمُصَوِّرَ. رَوَاهُ البُخَارِيّ