মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৮৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮৫। হযরত নাফে' (রাঃ) বলেন, আমি সিরিয়া এবং মিসরে ব্যবসার মাল চালান দিতাম। একবার আমি ইরাকে মাল চালান দিলাম। অতঃপর উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রাঃ)-এর নিকট আসিয়া বলিলাম, আমি তো সিরিয়ায় মাল চালান দিতাম, এইবার ইরাকে মাল চালান দিয়াছি। তিনি বলিলেন, এরূপ করিবে না; তোমার পুরাতন ব্যবসাস্থলে কি হইয়াছে ? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি—তোমাদের কাহারও রিযিক আল্লাহ্ তা'আলা এক সূত্রে দিতে থাকিলে যাবৎ না উহা অচল বা অসুবিধাজনক হইয়া যায়, উহাকে ত্যাগ করিতে নাই। – আহমদ ও ইবনে মাজাহ
كتاب البيوع
وَعَنْ نَافِعٍ قَالَ: كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ وَإِلَى مِصْرَ فَجَهَّزْتُ إِلَى الْعِرَاقِ فَأَتَيْتُ إِلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ فَجَهَّزْتُ إِلَى العراقِ فقالتْ: لَا تفعلْ مالكَ وَلِمَتْجَرِكَ؟ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَبَّبَ اللَّهُ لِأَحَدِكُمْ رِزْقًا مِنْ وَجْهٍ فَلَا يَدَعْهُ حَتَّى يَتَغَيَّرَ لَهُ أَوْ يَتَنَكَّرَ لَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান