মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৭৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৭৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন খেজুর বাগান ক্রয় করে উহার 'তাবীর' করিয়া সারার পর, সেই ক্ষেত্রে ঐ বাগানের বর্তমান ফল বিক্রেতার স্বত্ব হইবে। অবশ্য যদি ক্রেতার জন্য হওয়া শর্ত করা হয়। যে ব্যক্তি কোন ক্রীতদাস ক্রয় করে, ঐ ক্রীতদাসের সংশ্লিষ্টে কোন মাল রহিয়াছে, সেই মাল বিক্রেতার হইবে। অবশ্য যদি ক্রেতার জন্য হওয়া শর্ত করা হয়। মুসলিম আর বোখারী শুধু প্রথম অংশ বর্ণনা করিয়াছেন।
كتاب البيوع
بَابٌ فِى الْبَيْعِ الْمَشْرُوْطِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتَاعَ نَخْلًا بَعْدَ أَنْ تُؤَبَّرَ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ وَمَنِ ابْتَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ فَمَالُهُ لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ» . رَوَاهُ مُسلم وروى البُخَارِيّ الْمَعْنى الأول وَحده

হাদীসের ব্যাখ্যা:

মাদী খেজুর গাছে ফল বাহির হওয়া লগ্নে উহার ফুলের সঙ্গে নর খেজুর গাছের ফুল মিশ্রিত করিয়া দিলে ফলন বেশী হয়। এই নিয়ম মদীনার লোকদের মধ্যে প্রচলিত ছিল, ইহাকেই ‘তাবীর' বলা হয় ।

মাসআলাঃ গাছে ফল বাহির হইয়া গিয়াছে, এমতাবস্থায় গাছসহ বাগান-ভূমি বিক্রি করিয়া ফেলিল। উপস্থিত ফল সম্পর্কে কোন কথা সাব্যস্ত না হইয়া থাকিলে ঐ ফল বাগান বিক্রেতার স্বত্ব হইবে। অবশ্য যদি ঐ ক্রেতার হইবে বলিয়া সাব্যস্ত করিয়া লওয়া হয়, কিংবা এইরূপ ক্ষেত্রে দেশ-প্রথায় ঐ ফল নির্দ্বিধায় ক্রেতার হওয়া নির্ধারিত থাকে, তবে উহা ক্রেতার স্বত্ব সাব্যস্ত হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান