মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯১৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯১৭। এক হাদীসে বর্ণিত রহিয়াছে যে, হযরত মুআয (রাঃ) কর্জ লইতেন। তাঁহার পাওনাদারগণ (নিজ নিজ দাবী লইয়া) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হইলে নবী করীম (ﷺ) তাহাদের প্রাপ্য পরিশোধের জন্য হযরত মুআযের সমুদয় সম্পদ বিক্রয় করিয়া দিলেন। এমন কি মুআয (রাঃ) নিঃস্ব হইয়া পড়িলেন। —মাসাবীহুস সুন্নায় এই হাদীস মুরসালরূপে উল্লেখ আছে, তবে উহার মূল কিতাবসমূহে এই হাদীস পাই নাই। অবশ্য মোন্তাকা কিতাবে ইহা বর্ণিত আছে।
كتاب البيوع
وَرُوِيَ أَنَّ مُعَاذًا كَانَ يَدَّانُ فَأَتَى غُرَمَاؤُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَاعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَالَهُ كُلَّهُ فِي دَيْنِهِ حَتَّى قَامَ مُعَاذٌ بِغَيْرِ شَيْءٍ. مُرْسَلٌ هَذَا لَفْظُ الْمَصَابِيحِ. وَلَمْ أَجِدْهُ فِي الْأُصُول إِلَّا فِي الْمُنْتَقى
tahqiqতাহকীক:তাহকীক চলমান