মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯১৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯১৮। আব্দুর রহমান ইবনে কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, মুআয ইবনে জাবাল (রাঃ) দানবীর তরুণ ছিলেন—কোন কিছু জমা রাখিতেন না; ফলে তিনি ঋণগ্রস্ত হইয়া পড়িলেন। এমন কি তাঁহার যাবতীয় সম্পত্তি ঋণে ঘিরিয়া গেল। এমতাবস্থায় তিনি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া অনুরোধ জানাইলেন— তিনি যেন তাঁহার পাওনাদারগণের নিকট সুপারিশ করেন। পাওনাদারগণের পক্ষে প্রাপ্যের দাবী ছাড়িয়া দেওয়া যদি সম্ভব হইত, তবে তাঁহারা অবশ্যই মুআযের জন্য উহা ছাড়িয়া দিতেন। কারণ, রাসূলুল্লাহ্ (ﷺ) সুপারিশ করিয়াছিলেন। (কিন্তু তাঁহাদের জন্য তাহা সম্ভব হয় নাই।) অবশেষে রাসূলুল্লাহ্ (ﷺ) পাওনাদারগণের জন্য হযরত মুআযের সমুদয় সম্পত্তি বিক্রি করিয়া দিলেন। এমন কি মুআয (রাঃ) নিঃস্ব হইয়া গেলেন। —সায়ীদ তাহার সুনান গ্রন্থে মুরসালরূপে ইহা বর্ণনা করিয়াছেন।
كتاب البيوع
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ شَابًّا سَخِيًّا وَكَانَ لَا يُمْسِكُ شَيْئًا فَلَمْ يَزَلْ يُدَانُ حَتَّى أَغَرَقَ مَالَهُ كُلَّهُ فِي الدَّيْنِ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ لِيُكَلِّمَ غُرَمَاءَهُ فَلَوْ تَرَكُوا لِأَحَدٍ لَتَرَكُوا لِمُعَاذٍ لِأَجْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَاعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَالَهُ حَتَّى قَامَ مُعَاذٌ بِغَيْرِ شَيْءٍ. رَوَاهُ سعيد فِي سنَنه مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯১৮ | মুসলিম বাংলা