মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০০৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০৬। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) হইতে বর্ণিত আছে, এক আনসারীর বাগানের মধ্যে তাঁহার কতক খেজুর গাছ ছিল। আর আনসারীর সাথে তাঁহার পরিবার ছিল। সামুরা তথায় প্রবেশ করিতেন এবং তাহাতে আনসারীর কষ্ট হইত। এ কারণে আনসারী নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া তাঁহার কাছে উহার উল্লেখ করিলেন। নবী করীম (ﷺ) সামুরা (রাঃ)-কে ডাকাইয়া উহা বিক্রয় করিতে বলিলেন, কিন্তু সামুরা উহাতে অস্বীকৃতি জানাইলেন। অতঃপর হুযূর (ﷺ) বলিলেন, উহার পরিবর্তে অন্য কোথাও গাছ নিয়া নাও। কিন্তু সামুরা ইহাতেও অস্বীকৃতি জানাইলেন। অতঃপর হুযূর (ﷺ) বলিলেন, তুমি তাহাকে উহা দান কর আর তোমার জন্য (বেহেশতে) এই হইবে। মোটকথা, হুযূর তাহাকে এমন কথা বলিলেন যাহাতে তাহাকে উৎসাহিত করা হইল, কিন্তু ইহাতেও তিনি স্বীকার করিলেন না। তখন হুযূর (ﷺ) বলিলেন, তুমি প্রতিবেশীর পক্ষে ক্ষতিকর এবং আনসারীকে বলিলেন, যাও তুমি তাহার গাছ কাটিয়া ফেল। –আবু দাউদ
كتاب البيوع
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّهُ كَانَتْ لَهُ عضد من نخل فِي حَائِطِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَمَعَ الرَّجُلِ أَهْلُهُ فَكَانَ سَمُرَةُ يَدْخُلُ عَلَيْهِ فَيَتَأَذَّى بِهِ فَأتى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فذكرذلك لَهُ فَطَلَبَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم ليَبِيعهُ فَأبى فَطلب أَن يناقله فَأَبَى قَالَ: «فَهَبْهُ لَهُ وَلَكَ كَذَا» أَمْرًا رَغْبَةً فِيهِ فَأَبَى فَقَالَ: «أَنْتَ مُضَارٌّ» فَقَالَ لِلْأَنْصَارِيِّ: «اذْهَبْ فَاقْطَعْ نَخْلَهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

وَذكر حَدِيث جَابر: «من أحيي أَرضًا» فِي «بَاب الْغَصْب» بِرِوَايَةِ سَعِيدِ بْنِ زَيْدٍ. وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي صِرْمَةَ: «مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ» فِي «بَاب مَا يُنْهِي من التهاجر»

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবত ইহা হযরত সামুরা (রাঃ)-এর সাহাবী জীবনের প্রথম দিককার কথা। তখনও হুযুরের সাহচর্যে তাঁহার অন্তর প্রভাবান্বিত বা কোমল হয় নাই। 'কাটিয়া ফেল'—ইহাতে বুঝা গেল, কাহারও দ্বারা কাহারও ক্ষতি হইতে দেখিলে উহা দমনের ব্যবস্থা করা সমাজ ও সরকারের পক্ষে অবশ্যকর্তব্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান