মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০০৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
৩০০৭-[১৭] ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। একদিন তিনি বললেন, হে আল্লাহর রসূল! কোন্ জাতীয় জিনিস নিষেধ করা অবৈধ? তিনি (ﷺ) বললেনঃ পানি, লবণ ও আগুন। তিনি (’আয়িশাহ্) বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, এই পানির ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু লবণ ও আগুনের ব্যাপারটা কি? তখন তিনি (ﷺ) বললেন, হে হুমায়রা (’আয়িশাহ্)! যে আগুন দান করেছে সে যেন আগুনে যা কিছু পাক করেছে তার সবটাই দান করেছে, আর যে লবণ দান করেছে সে যেন লবণে যা কিছু সুস্বাদু করেছে তা সবটুকুই দান করেছে। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে পানি পান করিয়েছে, যেখানে পানি পাওয়া যায় সেখানে, সে যেন একটা ক্রীতদাস মুক্ত করেছে। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে পানি পান করিয়েছে, যেখানে পানি পাওয়া যায় না সেখানে, সে যেন তাকে জীবনই দান করেছে। (ইবনু মাজাহ)[1]
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَن عَائِشَة أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ؟ قَالَ: «الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّار» قَالَت: قلت: يَا رَسُول الله هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ؟ قَالَ: «يَا حميراء أَمن أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَتْ تِلْكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তিনি বলিলেন, ইয়া রাসুলাল্লাহ! কোন্ জিনিস সম্পর্কে নিষেধ করা হালাল নহে? তিনি বলিলেন, পানি, নিমক ও আগুন। আয়েশা বলেন, আমি আবার জিজ্ঞাসা করিলাম, এই পানির কথার তাৎপর্য তো বুঝিলাম, কিন্তু নিমক ও আগুনের কথার তাৎপর্য কি? তখন তিনি বলিলেন, হে হোমায়রা (আয়েশা)! যে আগুন দান করিয়াছে সে যেন আগুনে যাহা পাক করিয়াছে তাহা সমস্ত দান করিয়াছে। আর যে নিমক দান করিয়াছে সে যেন নিমকে যাহা সুস্বাদু করিয়াছে তাহা সমস্ত দান করিয়াছে। আর যে ব্যক্তি কোন মুসলমানকে পানি পান করাইয়াছে যেখানে পানি পাওয়া যায় সেখানে, সে যেন একটা দাস আযাদ করিয়াছে। আর যে ব্যক্তি কোন মুসলমানকে পানির শরবত পান করাইয়াছে যেখানে পানি পাওয়া যায় না সেখানে, সে যেন তাহাকে জীবন দান করিয়াছে। —ইবনে মাজাহ্
tahqiqতাহকীক:তাহকীক চলমান