মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০১০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - দানসমূহ
৩০১০। হযরত জাবের (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন জীবনস্বত্ব যাহাকে দেওয়া হইয়াছে তাহার ওয়ারিসগণই উহা মীরাসরূপে পাইবে। মুসলিম
كتاب البيوع
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْعُمْرَى مِيرَاثٌ لِأَهْلِهَا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে স্পষ্টভাবে বলা হইল যে, ওমরা অর্থাৎ জীবনস্বত্বের মালিক গ্রহীতাই, যেই প্রকারেই উহা দেওয়া হউক না কেন। হানাফী ও শাফেয়ী মাযহাব ইহাই।